শাহরুখের নামে পাঁচতারা হোটেল দুবাইয়ে

0
38
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি হলো একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘দানুবে’ এই হোটেলটি নির্মাণ করেছে। ৫৬ তলার বহুতল ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকবে কিং খানের মূর্তি, দুই বাহু ছড়িয়ে নেওয়া আইকনিক পোজে। হোটেলের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ দানুবে’।

শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই হাজির ছিলেন শাহরুখ খান। নিজের নামে এমন হোটেল ও মূর্তি দেখে কিং খানের আবেগপ্রকাশ স্পষ্ট ছিল। তিনি বলেন, ‘আমার জীবনে অনেক কিছু রয়েছে। কিন্তু সিনেমা ছাড়া কোথাও আমার নাম এতটা দেখা যায়নি। এটি আমার জন্য সত্যিই অনেক বড় উপহার।’

দানুবে সংস্থার চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে শাহরুখ খানের আইকনিক পোজে ছবি তোলার মুহূর্তও দর্শক ও অনুরাগীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। কিং খান আরও বলেন, ‘আমি কখনো নিজেকে এভাবে ভাবিনি। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন, আর আমি যদি তাদের স্বপ্নের পথে এক অনুপ্রেরণা হতে পারি, এতে কি ক্ষতি আছে?’

জানা গেছে, আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির নির্মাণকাজ শেষ হবে। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখ খানের মূর্তি। টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে তার স্বাক্ষরযুক্ত একটি ভাস্কর্য। অনুরাগীরা এখানে এসে ছবি তুলতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here