শাহরুখ-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

0
42

অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান আবারও বিতর্কের কেন্দ্রে। বেঙ্গালুরুর এক নাইটক্লাবে জনতার উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবী। অভিযোগের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা জমির আহমেদের ছেলে জায়েদ খান, তিনি ঘটনার সময় আরিয়ানের সঙ্গে ছিলেন। জায়েদ দাবি করেছেন আরিয়ান কাউকে লক্ষ্য করে কোনো অশালীন ইশারা করেননি। ভিডিওটি ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

ইতোমধ্যে বেঙ্গালুরু পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী আইনজীবী দাবি করেছেন, জনসমক্ষে এমন আচরণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দেয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

সূত্র: বিডি প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here